বিয়ে করলেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণি (Porimoni)। পাত্র সে দেশের নায়ক এবং পরীমণির হবু সন্তানের বাবা শরিফুল রাজ (Shariful Raaj)। তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর কয়েকদিন আগেই সামনে আসে।
শনিবার রাতে পরীর বনানীর বাড়িতে আত্মীয় পরিজনদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান হয়। ২০২১-এর ১৭ অক্টোবর গোপনে আইনি বিয়ে সেরেছিলেন পরী ও রাজ।
বিয়ে নিয়ে পরীমণি বলেছেন, ''সেদিন (১৭ অক্টোবর) আমাদের বিয়েটা অনেকটা পুতুলের বিয়ের মতো হয়েছে। ছিল না কোনও আনুষ্ঠানিকতা, আমার আর রাজের পরিবারের সদস্যদের অনেকে তো জানতেনই না। বর-বউ তেমন করে সাজতেই পারিনি।"
গায়ে হলুদ-সহ বিয়ের নানা আচার অনুষ্ঠানের ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন পরীমণি।