বাংলাদেশের অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন ! সম্প্রতি এই খবর চাউর হতেই হইচই পড়ে যায় ঢালিউডে । বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর ছড়ায়, প্রেমিক ফারহানের সঙ্গে ঝামেলার পর তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন । আসল ঘটনা কী, এবার লাইভে এসে তা স্পষ্ট করলেন বাংলাদেশের অভিনেত্রী তানজিন তিশা । নায়িকা জানালেন, এখবর একেবারেই সত্যি নয় ।
সম্প্রতি ফেসবুকে একটি লাইভ করেন অভিনেত্রী । সেখানে তিনি জানান, বুধবার রাতে ফুড পয়েজনিং হয়ে গিয়েছিল তাঁর । গ্যাসট্রিকের সমস্যায় ভুগছিলেন । এছাড়া মানসিক দিক থেকেও সামান্য বিপর্যস্ত ছিলেন । তাই রাতে ভাল করে ঘুমানোর জন্য ঘুমের ওষুধ খেয়েছিলেন । একটার বদলে হয়তো ২টো খেয়েছিলেন ওষুধ । তারপরই তাঁর বমি হয়, আরও অসুস্থ হয়ে পড়েন । এরপরই তাঁকে হাসাপাতলে ভর্তি করা হয় । তবে এখন তিনি সুস্থ আছেন ।
এরপরই একরাশ ক্ষোভ উগড়ে দেন নায়িকা । তাঁর কথায়, আত্মহত্যা করাটা সহজ নয় । আত্মহত্যা করার বিষয়ে তিনি কোনওদিন ভাবতেই পারবেন না । আর কেনই বা আত্মহত্যা করবেন । এখানে বাবার প্রসঙ্গও তোলেন তিনি । জানান, বাবা চলে যাওয়াটাই তাঁর জীবনে সবথেকে বড় কষ্টের । তাঁর মনে হয়েছে, জীবনে আর এমন কিছু নেই, যেটা থেকে তিনি আরও বেশি কষ্ট পাবেন,যার জন্য তিনি আত্মহত্যা করবেন । তাঁর কথায়, 'আমার বাবা গত দুইবছর আগে মারা যায় এবং বিষয়টি আমাকে এতোটাই শক্ত করে যে এই ধরনের পদক্ষেপ আমি এরকম কোন মানুষ অথবা যেকোন মানুষের জন্যই জীবনে নেব না ।'
সবশেষে তানজিন জানালেন, যাঁরা তাঁর ক্ষতি করার চেষ্টা করেছেন, সকলের নাম উল্লেখ করে সাংবাদিক বৈঠক করবেন শীঘ্রই। তিনি বলেন, 'আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আমি একটি বিষয় বলতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনও কিছু বলার থাকতে পারে। যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে স্পেশালি আমার ফিমেল-মেল কো-আর্টিস্ট, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ ।'