ছোট বেলার আনন্দের সঙ্গে মিলেমিশে থাকে মামার বাড়ির স্মৃতি। এবার প্রথমবার হেলিকপ্টারে চড়ে মামার বাড়ি যাচ্ছে রাজ্য৷ বাংলাদেশের বিতর্কিত অভিনেত্রী পরীমণি সাত মাস আগেই জন্ম দিয়েছেন প্রথম পুত্র সন্তানের। খুদে রাজ্যর নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় তাঁকে। এই প্রথমবার 'মায়ের বাড়ি' যাচ্ছে রাজ্য। সেই বিশেষ মুহূর্তের ছবিও ক্যামেরাবন্দী করলেন পরীমণি।
Amitabh Bachchan: 'কাজই শ্রেষ্ঠ অবসর যাপন', যন্ত্রণা নিয়েই ফের শ্যুটিং-এ ফিরছেন বিগবি
চারিদিকে প্রবল হাওয়া কেটে হেলিকপ্টারে উড়ে যাচ্ছেন মা ছেলে। পরীর বুকে মাথা রেখে শান্তির ঘুমে মগ্ন রাজ্য। ছেলের সঙ্গে এই মিষ্টি ভিডিয়ো শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “রাজ্য প্রথম বার মায়ের বাড়ি যায়।” হাজারো ঝড় ঝাপটা পেরিয়ে এই মুহূর্তে স্বামী, সন্তান নিয়ে সুখেই রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি।