পরম-পিয়ার বিয়ে নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। বিয়ের পরই হাসপাতালে ভর্তি হয়েছিলেন পিয়া। কিডনি স্টোনের অপারেশনের পর বাড়িতেও ফিরেছেন। এবার কি তাহলে হানিমুনের প্রস্তুতি চলছে?
বিগত বেশ কয়েক বছর ধরে কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে সঞ্চালক হিসেবে দেখা গিয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়কে। কিন্তু এবার তার অন্যথা হল। সঞ্চালনা করবেন চুর্ণি গঙ্গোপাধ্যায়। কেন পুরনো ভূমিকায় দেখা যাবে না অভিনেতাকে? অনেকেই বলছেন চলচ্চিত্র উৎসবের সময়ে শহরের বাইরে ব্যস্ত থাকবেন সদ্য বিবাহিত পরম। তাঁর আর পিয়ার মধুচন্দ্রিমাও নাকি হচ্ছে ওই সময়েই।
সোমবার একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই কাগজে কলমে বিয়ে সেরেছেন পরম-পিয়া। অভিনেতা জানিয়েছেন, পরে বড় করে রিসেপশনের আয়োজন করবেন।