যতই বসন্তকে প্রেমের ঋতু বলা হোক না কেন, শীত কিন্তু কম যায় না? তাপমাত্রার পারদ একটু পড়তে থাকলেই মনটা কেমন মনের মানুষ খুঁজে বেড়ায়। নানা সম্পর্কের হাতছানিও আসে এই সময়েই। মনামীরও (Monami Ghosh) তেমনটাই হল? এই শীতেই নতুন সম্পর্কে জড়ালেন অভিনেত্রী (Bengali actress monami ghosh)।
নিজের ইন্সটায় বেশ কিছু ছবি পোস্ট করেছেন মনামী, বিমানবন্দরে তোলা, এয়ারপোর্ট লুকই বলে দিচ্ছে, মনামীর আনন্দ আর ধরে না। কোথায় যাচ্ছেন, ঘুরতে, না কাজে, তা অবশ্য বোঝার উপায় নেই।
অভিনেত্রী শুধু জানিয়েছেন, তিনি এই শীতে বিমানবন্দরের (Airport) সঙ্গেই বেশ একটা সম্পর্কে জড়াচ্ছেন। তার মানে নিশ্চয়ই সামনের কয়েকমাস ঘনঘনই উড়বেন আকাশে, লেগেই থাকবে বিমানবন্দরে যাতায়াত। তবে তা কি দূরে থাকা কোনও কাছের মানুষের জন্যই? তা অবশ্য জানা যায়নি কিছু।