টেলিপাড়ায় একের পর এক বাংলা ধারাবাহিক বন্ধ হওয়ার হিড়িক পড়েছে। আবারও এক ধারাবাহিক বন্ধ হওয়ার জল্পনা স্টুডিয়োপাড়ায়। সম্প্রতি প্রকাশ্যে এসেছে শ্রুতি দাস এবং গৌরব রায়চৌধুরীর নতুন ধারাবাহিক ‘রাঙা বউ’-এর প্রথম ঝলক। আর তা প্রকাশ্যে আসার পর থেকেই শুরু জল্পনা।
‘রাঙা বউ’-এর পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সংস্থা ‘ক্রেজি আইডিয়াজ মিডিয়া’। সেই সংস্থার আরও একটি ধারাবাহিক সম্প্রচার হচ্ছে এই মুহূর্তে। তা হল ‘এই পথ যদি না শেষ হয়।’ তাহলে কি তার পরিবর্তেই আসছে রাঙা বউ?
দর্শকের অনুমান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়।’ যদিও চ্যানেল কর্তৃপক্ষ কিংবা ধারাবাহিকের কলাকুশলীদের কেউই এখনও কিছুই বলেননি এ বিষয়ে। গত কয়েক মাস ধরেই পর পর শেষ হয়েছে বেশ কিছু ধারাবাহিক। সদ্য শেষ হল ‘পিলু’। তার পরেই শেষ হওয়ার কথা ‘লালকুঠি’।