আত্মপ্রচারের যুগে দাঁড়িয়ে তিনি বরাবর উল্টো পথে হাঁটেন। বলিউডের প্রথম সারির গায়কদের তালিকায় একেবারে ওপরের দিকে থেকেও শিকড়ের প্রতি যার অমোঘ টান, সেই অরিজিৎ সিং-এর কথা বলছি। অরিজিতের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মুম্বই নয়, বহরুমপুরের একটি স্কুলে অরিজিৎ তাঁর ছেলে জুলকে ভর্তি করেছেন। ছেলেকে পৌঁছতে গেছিলেন স্কুলে, স্কুলের গেট না খোলায় বাকি অভিভাবকদের মতো অরিজিৎ অপেক্ষাই করলেন, 'সেলেব' তকমা গায়ে এঁটে চোখে সানগ্লাস পরে বা এসি গাড়ির ঘষা কাচ দেওয়া জানলা তুলে ভেতরে বসে থাকলেন না। সেই সব ছবি দেখে অরিজিৎ এর 'ঘরের ছেলে' ইমেজের প্রশংসায় মাতলেন নেটিজেনরা।
মুর্শিদাবাদের জিয়াগঞ্জের অরিজিৎ জীবনে সফল হয়েছেন, নাম পেয়েছেন, খ্যাতি করেছেন, কিন্তু ব্যস্ততা একটু কমলেই মুম্বই ছেড়ে ফিরে আসেন জিয়াগঞ্জে। পাড়ায় আড্ডা মারেন, বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে যান। স্টারডম থেকে অনেক দূরে দেশের এই অন্যতম জনপ্রিয় গায়ক। নিজের ঢাক নিজে পেটাতে না পড়লেই পিছিয়ে যেতে হয়, যে সময়ে, তখন এমন প্রচার বিমুখ, এমন মাটির কাছে কাছে থাকা অরিজিৎ সত্যিই ব্যতিক্রম।