মাস চারেক আগে বাগদানের পালা সারা হয়েছে। এ বার সাত পাক ঘোরার পালা। ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে গাঁটছড়া বাঁধবেন পরিণিতী চোপড়া-রাঘব চড্ডা। বিয়ের জন্য সেজে উঠছে মরুশহর। তার আগে অবশ্য দিল্লিতেও রয়েছে একগুচ্ছ অনুষ্ঠান।
উদয়পুরের তাজ লীলা প্যালেসে আয়োজন করা হয়েছে রাঘব ও পরিণীতির বিয়ের। ২৩ সেপ্টেম্বর ‘ওয়েলকাম লাঞ্চ’-দিয়ে শুরু হচ্ছে বিয়ের অনুষ্ঠান। ওই দিনই হবে পরিণীতির ‘চূড়া সেরিমনি’, সেদিনই নাকি দেশে এসে পৌঁছবেন প্রিয়াঙ্কা চোপড়া।
রাঘব ও পরিণীতির বিয়ের জন্য সেজে উঠছে একাধিক বিলাসবহুল হোটেল। হোটেল লেক প্যালেস থেকেই জলপথে বরযাত্রী আসতে চলেছে তাজ লীলা প্যালেসে। বিয়ের মণ্ডপসজ্জার জন্য কলকাতা ও দিল্লি থেকে যাচ্ছে বিশেষ ফুল। ইতিমধ্যেই দিল্লিতে সেজে উঠেছে রাঘবের বাসভবন। অন্য দিকে, আলোয় ঝলমল করছেন মুম্বইয়ে পরিণীতির বাড়িও।