বছর ভর বিতর্কেই থেকেছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut), নানা সময়ে নানা কারণে। বছরের শেষ দিনে ফের তাঁকে নিয়ে বিতর্ক। এবার অবশ্য কঙ্গনাকে নিয়ে অপছন্দের কথা সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করলেন বাংলার পরিচালক অনীক দত্ত (Anik Dutta)।
ব্যাপারখানা কী? ‘মণিকর্ণিকা’র পর এবার দ্বিতীয়বারের জন্য পরিচালকের আসনে কঙ্গনা রানাউত। জরুরি অবস্থার ওপর ছবি, নাম 'ইমার্জেন্সি'। পরিচালনার জন্য ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের কিংবদন্তী পরিচালক বিমল রায়ের (Bimal Roy) ক্যামেরা ধার করেছেন কঙ্গনা।
১৯৫০ সালে ব্যবহৃত বিমল রায়ের সেই ক্যামেরাটি ব্যবহারের অনুমতি কঙ্গনা, প্রয়াত পরিচালকের পরিবারের সদস্যের থেকেই পেয়েছেন। আর তাতেই আফসোস ভূতের ভবিষ্যতের পরিচালক অনীক দত্তর। প্রবাদ প্রতিম বিমল রায় সম্পর্কে অনীক দত্তের দাদু।
একটি ফেসবুক পোস্টে অনীক দত্ত স্পষ্ট জানিয়েছেন, কঙ্গনার রাজনৈতিক আদর্শের প্রতি তার বিন্দু মাত্র শ্রদ্ধা বা সমর্থন নেই। পোস্টের শুরুতে অভিনেত্রীর নাম লেখা হয়েছে কঙ্গনা রান আউট হিসেবে। তাঁর হাতে থাকলে বিমল রায়ের ক্যামেরা তিনি কঙ্গনাকে ব্যবহার করতে দিতেন না, পোস্টে উল্লেখ করেছেন পরিচালক। তবে ক্যামেরাটি পারিবারিক উত্তরাধিকার সূত্রে বোনের কাছে থাকায়, তিনি কোনওরকম সিদ্ধান্ত নিতে পারবেন না বলেও লিখেছেন পরিচালক।