সারা বিশ্ব কাঁপছে ফুটবলজ্বরে। আর মাত্র ক'দিন পরেই ফাইনাল। চোখে ঘুম নেই বিশ্বজোড়া ফুটবলপ্রেমীদের। কাতারের উন্মাদনা ছুঁয়েছে কলকাতাকেও। এমন কী টলিপাড়ার শুটিং ফ্লোরও নেইমার বনাম মেসির লড়াই। খেলনাবাড়ির (Khelnabari) মিতুল ও তাঁর পরিবারকে দেখা গেল ব্রাজিল- (Brazil) ও আর্জেন্টিনার (Argentina) পতাকা হাতে।
মিতুল অর্থাৎ আরাত্রিকা মাইতি একটি ছবি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। স্টুডিয়োর বাইরে টিনের চাল থেকে ঝুলছে পতাকা। এক দিকে ব্রাজিলের পতাকা অন্য দিকে আর্জেন্টিনার পতাকা ঝুলছে। আর মাঝে জ্বলজ্বল করছে ভারতের পতাকা। শুটিং বন্ধ করার উপায় নেই, কিন্তু গ্রেটেস্ট শো অন আর্থও কি মিস করা যায়? অন্তত কাজের মাঝেই উদযাপনের মেজাজটুকু থাকুক।
এই মুহূর্তে ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে টানটান উত্তেজনা। গুলিবিদ্ধ মিতুলের প্রোমো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। টিআরপি রেটিংয়েও মিতুল-ইন্দ্রর জয়জয়কার। আগামী দিনে তাঁদের কাহিনি কোন দিকে মোড় নেয়, সেই দিকেই তাকিয়ে দর্শক।