এপার ওপার, দুই বাংলাতেই জয়া এহসান এখন খুব চেনা নাম, অভিনেত্রী হিসেবেও ভীষণ জনপ্রিয় জয়া (Jaya Ahsan)। এবার জয়ার কেরিয়ারে নতুন মোড়।
‘ডিন-দ্য ডে’ খ্যাত ইরানি পরিচালক মোর্তেজা আতশজমজমের (Morteza Atashzamzam) পরবর্তী ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন জয়া। সিনেমার নাম- ‘ফেরেস্তা’। যার অর্থ ঈশ্বরের দূত। সেই সিনেমার শুটিং সদ্য শুরু হয়েছে ঢাকায়। টিমের চার সদস্য নিয়ে ইরানি পরিচালক তাই কখনও ঢাকার নিউ মার্কেট, যমুনা ফিউচার পার্ক, আবার কখনও বা বসুন্ধরার মতো লোকেশনে ছোটাছুটি করছেন
মধুচন্দ্রিমায় আফ্রিকান সাফারি! আগেই প্ল্যান করেছিলেন রণবীর-আলিয়া
চলতি সপ্তাহে ঢাকার বসুন্ধরায় ‘ফেরেস্তা’র শুট শুরু করেছেন জয়া আহসান। সঙ্গী বাংলাদেশের আরেক নায়িকা রিকিতা নন্দিনী শিমু। শুটের মাঝে সেট থেকেই দুই নায়িকার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। সেখানেই জয়াকে দেখা গেল কোলে বাচ্চা নিয়ে রিকশায় বসে থাকতে। পরনে লাল-হলুদ ছাপা সালোয়ার। সম্ভবত, ইরানিয়ান পরিচালকের ছবিতে অভিনেত্রীকে বস্তিবাসীর চরিত্রে দেখা যাবে।
বাংলাদেশ সরকারের তথ্য-সংস্কৃতি দপ্তরের বিশেষ অনুমতিতে ২০ দিনের শিডিউলে শুটিং করবেন মোর্তেজা। মার্চ মাসের ১৩ তারিখেই সেই অনুমোদনে শীলমোহর বসিয়েছে সরকার। মোর্তেজার ‘ফেরেস্তা’ টিমেল জয়া আহসান ও রিকিতা নন্দিনী ছাড়াও অভিনয় করেছেন বৈরাম ফাজিল, মোখতারি, মোবারেখ, আতিয়া পিরাল এবং কাভাসের মতো খ্যাতনামা বাংলাদেশের অভিনেতারা।
অতিমারীর সময় থেকেই বাংলাদেশে রয়েছেন অভিনেত্রী। এপার-ওপার দুই বাংলার বেশ কয়েকটি ছবি মিলিয়ে জয়ার হাতে বর্তমানে একাধিক কাজ। কখনও কলকাতা তো কখনও বা আবার ঢাকায়, সবমিলিয়ে নায়িকা এখন বেজায় ব্যস্ত। তার মাঝেই ইরানি পরিচালকের ছবিতে কাজের প্রস্তাব আসে।
জয়া আহসান সম্প্রতি 'বিনিসুতোয়' অভিনয়ের করে কলকাতায় ফিল্মফেয়ারে তৃতীয়বারের মতো সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন।