তিনি টলিউডের জনপ্রিয়তম অভিনেত্রীদের একজন। তায় আবার সাংসদও। মিমি চক্রবর্তীকে তাই আগ্রহের অন্ত নেই অনুরাগীদের। ইন্সটাগ্রামে এক অনুরাগী সরাসরি দেখতে চাইলেন মিমির বয়ফ্রেন্ডকে! অবশ্য তাঁকে নিরাশ করেননি মিমি৷ উত্তর দিয়েছেন।
ইদানিং বেছে ছবি করছেন মিমি। বছরখানেক আগে 'খেলা যখন' ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। তারপর লম্বা বিরতি। তার মাঝেই ইন্সটাগ্রামে অনুরাগীদের সঙ্গে খেলামেলা আড্ডা দিলেন মিমি। তাঁর আগামী ছবির দিনক্ষণ থেকে শুরু করে ঝলমলে ত্বকের রহস্য- প্রশ্ন আসে সবকিছু নিয়েই। একজন দেখতে চান মিমির 'বি এফ'-কে।
Pari Moni-Shariful Divorce : চতুর্থবার বিয়ে ভাঙছে পরীমণির ! রাজকে বিবাহ-বিচ্ছেদের নোটিস নায়িকার
মিমি সঙ্গে সঙ্গে উত্তর দেন, "আমিও দেখতে চাই।" সেই সঙ্গে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন, "বি এফ মানে প্রেমিক না কি বেস্ট ফ্রেন্ড? প্রিয় বন্ধু কে, সেটা তো সকলেই জানে। কিন্তু আমার মনে হচ্ছে উনি প্রেমিকের কথাই বলেছেন। তাকে আমিও দেখতে চাই।" আসলে মিমি কোনও সম্পর্কে আছেন কিনা তা নিয়ে অনুরাগীদের কৌতুহল দীর্ঘদিনের।
পুজোয় মুক্তি পাবে মিমির নতুন ছবি রক্তবীজ। এছাড়া নিজের প্রথম ওয়েব সিরিজের প্রস্তুতি নিচ্ছেন তিনি। তাতে মিমির সঙ্গে থাকার কথা টোটা রায়চৌধুরীরর। এ ছাড়াও ইন্ডাস্ট্রিতে শোনা যাচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্তের নতুন ছবিতেও দেখা যাবে মিমিকে।