১৯ অক্টোবর। পঞ্চমী। জোড়া সৃজিত, জোড়া অনির্বাণ আসছে পর্দায়। দুটোই আবার এসভিএফ এর প্রযোজনায়, এমন অভিনব ঘটনা কিছু বাংলা ছবির ইতিহাসে এই প্রথম।
১৯ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাচ্ছে 'দশম অবতার', একই দিনে হইচই-তে মুক্তি পাচ্ছে 'দুর্গ রহস্য'। দুটিরই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। দুর্গ রহস্য-এ সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য। আবার দশম অবতারেও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অনির্বাণ।
Subhashree Ganguly: অপেক্ষা আর দু'মাস, ডান্স বাংলা ডান্সের সেটে সাধ খেলেন শুভশ্রী
দুটি রিলিজ একই দিনে। তাও আবার একই প্রযোজনা সংস্থার হাত ধরে। এ যেন পরিচালক-অভিনেতার নিজের সঙ্গেই নিজের লড়াই। যদিও দু'জনেই বলছেন, দুটোর মাধ্যম সম্পুর্ণ আলাদা। আর এই প্রথম পুজোয় একই দিনে দু'দুটো রিলিজে অবশ্য খুশি সৃজিত অনির্বাণ দুজনেই।