বলিউডের ভাইজান সলমন খান এখন অনেক শান্ত, পরিণত। তবে এক সময় নিয়মিত তাঁর রুদ্রমূর্তি দেখেছেন অনুরাগীরা৷ বহু বিতর্কেও নাম জড়িয়েছে সলমনের। বহুদিন পর আবারও সলমনের রাগ দেখলেন সকলে। ছবি শিকারীদের ভিড়ে বাবা-মায়ের গাড়ি আটকে যেতেই চোখ পাকিয়ে 'পিছে হট' বলে চিৎকার করে উঠলেন সলমন। ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও।
ভাই সোহেল খানের জন্মদিনে সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ছিল গালা সেলিব্রেশন। স্বাভাবিক কারণেই পাপারাৎজিদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। ভিড়ের চাপে গেটের সামনেই আটকে পড়ে সলমনের মা-বাবার গাড়ি।
ভাইজান ছিলেন সামনেই। বাবা মায়ের গাড়ি এগোতে পারছে না দেখে রেগে অগ্নিশর্মা হয়ে ওঠেন সলমন। পাপারাৎজিদের উদ্দেশে তাঁকে 'পিছে হট' বলে চিৎকার করতে শোনা যায়।
বলিউডের সুপারস্টার হয়েও বাবা মায়ের এতটুকু সমস্যা সহ্য করতে পারেন না সলমন। ভাইজানের চিৎকার শুনে এমনই বলছেন তাঁর ভক্তরা।