সেলিব্রিটি ক্রিকেট লিগ বা সিসিএলে বাংলার জয়জয়কার। রুদ্ধশ্বাস ফাইনালে দারুণ জয় ছিনিয়ে নিয়ে ট্রফি জিতল বেঙ্গল টাইগার্স। কিচ্চা সুদীপের কর্নাটক বুলডোজারকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন যীশু সেনগুপ্তরা। তিরুবন্তপুরমে তৈরি হল সোনালি ইতিহাস। কর্নাটক বুলডোজারকে ১৩ রানে পরাজিত করল বেঙ্গল টাইগার্স।
ম্যাচ জিতে মাঠেই অঝোরে কাঁদলেন যীশু। দারুণ ইনিংস উপহার দিলেন জ্যামি বন্দ্যোপাধ্যায়। তাঁর দুর্দান্ত অর্ধশতরানেই জয় পেলেন যীশুরা।
সেলিব্রিটি ক্রিকেট লিগে ১০-১০ ওভারের দুটি ইনিংসে খেলা হয়৷ প্রথম ইনিংসে ১০ ওভারে বাংলার ১১৮ রানের জবাবে মাত্র ৮৬-৭ রানেই আটকে যায় কিচ্চা সুদীপের টিম৷ দ্বিতীয় ইনিংসে ম্যাচ জিততে ১৩৮ রানের প্রয়োজন ছিল কর্ণাটকের। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না কিচ্চা সুদীপরা।
ব্যাট হাতে যেমন ঝড় তুললেন জ্যামি, তেমনই দারুণ বল করলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে দারুণ সাফল্য টলিউডের।