'সব খেলার সেরা বাঙালির... সে যে ফুটবল'। বাঙালির সেরা ফুটবল নিয়ে হিন্দিতে তৈরি হচ্ছে ছবি, তাতেই চুনী গোস্বামীর চরিত্রে দেখা যাবে বাংলার অভিনেতা অমর্ত্য রায়কে।
অজয় দেবগণ অভিনীত ছবিটি প্রায় মুক্তির মুখে, ছবির নাম 'ময়দান'। ১৯৫২ হেলসিঙ্কি অলিম্পিকে প্রথম বার খেলার সুযোগ পায় ভারতীয় ফুটবল দল। এশিয়ার সেরা দলও হয়েছিল ভারত। জাতীয় দলের সেই স্বর্ণযুগের ইতিহাস এ বার দেখা যাবে পর্দায়। মূলত চাহারায় সাদৃশ্য থাকায় তাঁকে ভারতীয় ফুটবল লিজেন্ডের চরিত্রে ভেবেছেন নির্মাতারা, অমর্ত্য জানালেন।
কেরিয়ারের শুরুর দিকেই অজয় দেবগণের মত বলিউডের একেবারে প্রথম সারির অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও অনবদ্য, টিভি নাইন বাংলার সাক্ষাৎকারে জানিয়েছেন অমর্ত্য।