ছোটপর্দায় একাধিক কাজ হয়ে গিয়েছে তাঁর। এবার ছোট পর্দা থেকে ওটিটিতে পাড়ি মিষ্টির, মানে অভিনেত্রী নিকিতা দাসের (Nikitaa Das)।
'গঙ্গারাম', 'সাহিত্যের সের সময়', 'অগ্নিপরীক্ষা'র মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে নিকিতাকে। এবার স্বপ্নটা আরও একটু বড়। ওয়েব সিরিজে হাতেখড়ি হচ্ছে নিকিতার। টলিপারায় নিকিতা বেশি পরিচিত 'মিষ্টি' নামেই।
Koel Mallick: দেবীপক্ষের শুরুতেই দুর্গা রূপে আসছেন কোয়েল মল্লিক, চোখ রাখুন স্টার জলসায়
ওয়েব সিরিজের, নাম, কোন প্ল্যাটফর্মে আসছে, টা এখনও চুড়ান্ত নয়, কিন্তু সিরিজের কেন্দ্রীয় চরিত্রে সৌরভ দাস। সৌরভের বোনের চরিত্রে দেখা যাবে মিষ্টিকে। বাংলায় ভুতুড়ে সিরিজ বড় একটা হয়না, এবার সেই সিরিজ দিয়েই ওটিটিতে পা রাখছেন নিকিতা।