আর জি করের ঘটনায় প্রথম থেকেই সরব টলিপাড়া । রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে পায়ে পা মিলিয়ে মিছিলে হাঁটছেন, রাত জাগছেন । তবে, গত কয়েকদিন ধরে অভিনেত্রীদের যৌন হেনস্থার অভিযোগ নিয়ে টলি পাড়া অন্দরেই ঝড় উঠেছে । এক অভিনেত্রীর যৌন হেনস্থার অভিযোগ উঠেছে পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধেই । প্রথমে মহিলা কমিশনে অভিযোগ, তারপর দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণপুর থানায় এফআইআরও দায়ের করেছেন ওই অভিনেত্রী । যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অরিন্দম শীল । শুটিংয়ের দিন ঠিক কী হয়েছিল, সেটাও ব্যাখা করেন পরিচালক । এবার গোটা ঘটনা নিয়ে মুখ খুলেছেন ওই অভিনেত্রী । শুটিংয়ের দিন কী হয়েছিল, অরিন্দম যে ব্যাখ্যাগুলি করেছে, তারও জবাব দিয়েছেন অভিনেত্রী ।
শুটিংয়ের দিন কী হয়েছিল ?
অরিন্দম শীলের দাবি ছিল, পুরো ঘটনাটাই অনিচ্ছাকৃত । সিন বোঝাতে গিয়ে অভিনেত্রীর গালে তাঁর মুখ লেগে গিয়েছিল । কিন্তু অভিনেত্রীর দাবি, ঘনিষ্ঠ দৃশ্য বোঝানোর অজুহাতে তাঁর গালে চুম্বন করেন পরিচালক । আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী জানিয়েছেন, চলতি বছরের এপ্রিল মাসের ঘটনা । সেদিন ফ্লোরে একটি ঘনিষ্ঠ দৃশ্য বোঝানোর চেষ্টা করছিলেন পরিচালক । সেইসময় তাঁকে নিজের কোলে বসান, তার পর চুম্বন করেন গালে ।
অভিনেত্রীর আরও দাবি, ওই দৃশ্য থেকে চুম্বনটা বাদ দেওয়া হয়েছিল । তাহলে দৃশ্য বোঝাতে গিয়ে কেন চুম্বনের প্রয়োজন হয়েছিল ? যতই দৃশ্য বোঝানোর চেষ্টা করুন পরিচালক, কখনওই অভিনেত্রীর গাল এভাবে স্পর্শ করতে পারেন না তিনি । তাঁর প্রশ্ন, এই ঘটনা কীভাবে 'অনিচ্ছাকৃত' হতে পারে ?
অভিনেত্রী যদি কোনও অস্বস্তি বোধ করে থাকেন, তাহলে তিনি সেইসময় কেন জানাননি ? প্রশ্ন তুলেছেন অরিন্দম শীল । এছাড়া, শুটিং ফ্লোরে একাধিক সাক্ষ্মী থাকার কথাও বলেছিলেন অরিন্দম । সেই প্রশ্নের জবাবে অভিনেত্রী জানিয়েছেন, সেদিন শুটিং ফ্লোরে তিনি কোনও তামাশা করতে চাননি । কাউকে বুঝতে দেননি যে, তাঁর সঙ্গে কোনও অস্বস্তিকর ঘটনা ঘটেছে । তবে, তাঁর দাবি, পরিচালককে তিনি অস্বস্তির কথা জানিয়েছিলেন । কিন্তু, বিষয়টা নিয়ে পরিচালক মশকরা করেন বলে অভিযোগ ।
অভিনেত্রী জানিয়েছে, ঘটনার প্রায় দুই মাস বাদে মহিলা কমিশনে অভিযোগ জানিয়েছিলেন । এত দেরি করে কেন অভিযোগ জানালেন, সেই বিষয়ে আনন্দবাজারকে তিনি জানিয়েছেন, পশ-এর নির্দেশিকা অনুযায়ী প্রথমে নিয়োগকর্তাকে ঘটনা জানাতে হয়। তাই ঘটনার পরে নিয়োগকর্তাকে মৌখিক ভাবে ও ফোনে মেসেজ করে পুরো বিষয়টি জানিয়েছিলেন । তবে একই সঙ্গে অভিনেত্রী জানান, কাজ হারানোর ভয় একটা থাকেই । তবে, মনে সাহস আনতে পারলে, এরকম অপরাধীরা পার পেতে পারে না ।
অরিন্দম শীলের নামে থানায় এফআইআর করেছেন অভিনেত্রী । এই বিষয়ে অরিন্দম শীল জানান, যা হয়েছে অনিচ্ছাকৃত । কাউকে অসম্মান করার উদ্দেশ্য ছিল না তাঁর । ওই অভিনেত্রী যদি কোনও অস্বস্তি বোধ করে থাকেন, তাহলে তিনি কেন জানাননি ? অরিন্দমের কথায়, 'আইন আইনের পথে চলবে। তার জন্য যা করার করতে হবে। আমি আমার বিবেকের কাছে একশো শতাংশ স্বচ্ছ। আইনের প্রতিও আমার আস্থা রয়েছে।"