আজ কোজাগরী পূর্ণিমা। সকাল থেকেই তোড়জোড় চলছে। কিন্তু আরজি কর কাণ্ডের জেরে চলতি বছরের উৎসব কিছুটা হলেও ফিকে। তবে, প্রতি বছরের মতো টলিসেলেবদের বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়েছে। কিন্তু, বাড়ির পুজো বন্ধ না হলেও অন্যান্য বছরের মতো জাঁকজমক করে হচ্ছে না এই বছরের লক্ষ্মী পুজো।
বুধবার সকাল থেকেই লক্ষ্মীপুজোর তোড়জোড় চলছে অভিনেত্রী অপরাজিতা আঢ্যের বাড়িতে। এদিন নিজের হাতে লক্ষ্মী মূর্তিকে সাজিয়েছেন অভিনেত্রী। প্রত্যেক বছর ধুমধাম করে পুজো হয় অভিনেত্রীর বাড়িতে। কিন্তু এই বছর মোটেই লক্ষ্মী পুজো উদযাপন করছেন না তিনি। শুধুমাত্র পরিবারের সদস্যদের নিয়েই চলতি বছর পুজোর আয়োজন করা হয়েছে।
প্রতিবছর লক্ষ্মীপুজোয় মেতে ওঠেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনিও উদযাপনে নেই। বরং পরিবারের সদস্যদের উপস্থিতিতে লক্ষ্মীপুজোর আয়োজন করেছেন তিনি। এদিন রাতেই পুজো সেরে সিঙ্গাপুরে পাড়ি দেবেন বলে জানা গিয়েছে।
অভিনেত্রী ইন্দ্রাণী দত্তের বাড়িতে প্রত্যেক বছর ধুমধাম করে লক্ষ্মীপুজো হয়। তাঁর বাড়িতে লক্ষ্মীপুজোর আয়োজন করা হয়েছে। কিন্তু প্রতিবছরের মতো জাঁকজমক করে এই বছর পুজো হচ্ছে না। কেউ আমন্ত্রিতও নন। পরিবারের সদস্যদের নিয়েই ধনদেবীর আরাধনা সারছেন অভিনেত্রী।