সেরা ফিচার ফিল্মে মনোনয়ন পেয়েছিল বাঙালি তরুণ পরিচালক শৌনক সেনের ছবি 'অল দ্যাট ব্রিদস'। তবে অস্কার জয়ের স্বপ্ন অধরা থেকে গেল। এই বিভাগে অস্কারের শিরোপা পেল 'নাভালনি'।
এর আগে বাঙালির অস্কার সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্টের সম্মান পেয়েছিলেন। তাঁকে ওই পুরস্কার দিয়েছিল অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স। ২০২১ সালে বাঙালি পরিচাল সুষ্মিত ঘোষের তৈরি তথ্যচিত্র ২০২২ সালের অস্কারে মনোনীত হয়। কিন্তু শেষ পর্যন্ত শিঁকে ছেড়েনি। এবারও শিঁকে ছিড়ল না বাঙালির।
শৌনকের 'অল দ্যাট ব্রিদস' দিল্লির প্রত্যন্ত গ্রাম ওয়াজিরাবাদের একটি পরিত্যক্ত বেসমেন্টে থাকা দুই ভাইয়ের গল্প। মহম্মদ সৌদ ও নাদিম শেহজাদের জীবনযাপন উঠে এসেছে। আহত পাখিদের উদ্ধার ও তাঁদের শ্রুশ্রুষা করতেই নিজেদের জীবন উৎসর্গ করেছেন দুই ভাই।