ফেডারেশন সিদ্ধান্ত বদল না করলে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছিলেন পরিচালকরা । এবার সেই পথেই হাঁটলেন তাঁরা । সোমবার থেকে বাংলা সিরিয়াল থেকে সিনেমা...সব ফ্লোরের শুটিং বন্ধ থাকবে । বিজ্ঞপ্তি দিয়ে এমনই জানিয়েছে ডিরেক্টর্স গিল্ড । যতদিন না পর্যন্ত সমস্যার সমাধান হচ্ছে, ততদিন পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকবেন পরিচালকরা ।
ডিরেক্টরস গিল্ড বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, "অধিকাংশ পরিচালক সদস্যের আবেগ ও মতামতকে গুরুত্ব এবং মান্যতা দিয়ে সংগঠনের কার্যকরি সমিতি ২৯ জুলাই থেকে যত দিন পর্যন্ত না পরিচালকদের সমস্যার সমাধান হচ্ছে তত দিন পর্যন্ত বাংলা ভাষার সমস্ত শুটিং ফ্লোরে সদস্যদের অনুপস্থিত থাকতে অনুরোধ করছে। বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার ক্ষেত্রে এই অনুরোধ প্রযোজ্য নয়।"
উল্লেখ্য, ফেডারেশনকে না জানিয়ে বাংলাদেশে শুটিং করার অভিযোগে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর জারি করা হয়েছিল কর্মবিরতি । পরে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল ডিরেক্টর্স গিল্ড । এরপরই শনিবার শুটিং ফ্লোরে ফেরেন রাহুল মুখোপাধ্যায় । কিন্তু, সেদিন সকাল থেকেই উত্তাল স্টুডিওপাড়া । তৈরি ছিলেন অনির্বাণ ও প্রসেনজিৎ-সহ বাকি অভিনেতারাও । কিন্তু রাহুলের উপর ডিরেক্টরস গিল্ড নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও, ফেডারেশন সেই সিদ্ধান্ত মেনে নেয়নি । ফলে শ্যুটিং-এ আসেননি টেকনিশিয়ানরা । এর জেরে তৈরি হয়ে এসেও মেকাপ ভ্যানেই বসে থাকতে হয় স্বয়ং ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ।
ঘটনার প্রতিবাদে স্টুডিওপাড়ায় জড়ো হন সৃজিত মুখোপাধ্য়ায়, রাজ চক্রবর্তী, সুব্রত সেন, পরমব্রত চট্টোপাধ্য়ায়, কৌশিক গঙ্গোপাধ্য়ায়রা । তাঁদের দাবি, টেকনিশিয়নদের মতো একই ভাবে পরিচালকেরাও যদি কাজ বন্ধ করে দেন, তাহলে কি একটা কাজ ভালভাবে তুলে দেওয়া যাবে ? এরপরই তাঁরাও কর্মবিরতির হুঁশিয়ারি দেন । পরিচালকদের পরবর্তী পদক্ষেপ কী হবে সেই নিয়ে রবিবার দফায় দফায় আলোচনায় বসে ডিরেক্টর গিল্ডস । এরপরই শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তাঁরা ।