বড়পর্দায় একসঙ্গে দেব ও প্রসেনজিৎ । 'কাছের মানুষ'-সিনেমার ঘোষণা করা হয়েছিল আগেই । ছবির শুটিংও শেষ । দেব জানিয়েছিলেন, সব ঠিক থাকলে এবার পুজোর সময় মুক্তি পাবে সিনেমা । কথা রাখলেন দেব । শনিবার জানিয়ে দিলেন ছবি মুক্তির দিনক্ষণ । দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত ছবি 'কাছের মানুষ'(Kacher Manush) মুক্তি পাবে আগামী ৩০ সেপ্টেম্বর ।
শনিবার দেব ও প্রসেনজিৎ, দুজনেই সোশ্যাল মিডিয়ায় 'কাছের মানুষ' সিনেমার একটি পোস্টার শেয়ার করেছেন । সেখানেই জানিয়েছেন ছবি মুক্তির দিন ।
আরও পড়ুন- Rupankar Bagchi: ফেসবুকে কবিতা পোস্ট, কেকে বিতর্কে স্বামী রূপঙ্করের পাশেই স্ত্রী চৈতালী
'কাছের মানুষ' পরিচালনা করেছেন পথিকৃৎ বসু (Pathikrit Basu)। রয়েছেন টলিউডের একঝাঁক তারকা। দেব ছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prasenjit Chatterjee) ও ইশা সাহা(Isha Saha)। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়(Susmita Chatterjee)।
উল্লেখ্য, গত বছর মহালয়ায় ছবির নাম ঘোষণা করা হয়। প্রথম মোশন পোস্টারে দেখা যায় রেল লাইন ধরে ট্রেন এগিয়ে আসছে। আর পোস্টারের শেষে দেখা যায় লাইনে মুখোমুখি বসে রয়েছেন প্রসেনজিৎ ও দেব।