সব অপেক্ষার অবসান! প্রকাশিত হল চলতি সপ্তাহের ফলাফল! এই সপ্তাহেও টিআরপি তালিকায় শীর্ষে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'জগদ্ধাত্রী'। অঙ্কিতা মল্লিক অভিনীত জগদ্ধাত্রী সান্যালের চরিত্রে মজেছে গোটা বাংলা। তার ছাপ রয়েছে টিআরপি তালিকার পরতে পরতে। গত দু'সপ্তাহেও তালিকার শীর্ষে ছিল এই ধারাবাহিকটি। এই সপ্তাহে এটির রেটিং ৮.৬। স্বয়ম্ভুর পরিচয় খোঁজার যে টানটান জার্নি দেখছে দর্শক, তাতে আরও বেশ কয়েক সপ্তাহ এক নম্বরেই থাকবে বলে জল্পনা।
অন্যদিকে, সবেমাত্র কয়েক সপ্তাহ শুরু হয়েছে তিয়াসা রায় আর রাজদীপ গুপ্ত'র ধারাবহিক 'পঞ্চমী'। এই ধারাবাহিক নম্বর পেয়েছে ৮.৪। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিকটি। স্টার জলসায় আসছে এই নতুন মেগায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার অপু অর্থাৎ অভিনেত্রী সুস্মিতা দে।
অনুরাগের ছোঁয়া-ও দারুণ ফল করেছে। ভালো ফল করছে নতুন শুরু হওয়া ধারাবাহিক, পল্লবী-রুবেলের নিম ফুলের মধু-ও। শুরুর সপ্তাহ থেকেই টিআরপি চার্টে প্রবেশ করে নিয়েছে। যদিও এবারে নীল-তিয়াসার বাংলা মিডিয়ামের সঙ্গে লড়াই শুরু। সেটার ফল কী হয় তা পরের সপ্তাহেই বোঝা যাবে।