বয়স বাড়লে মানুষ শিকড়ে ফিরতে চায়, শৈশবের দিকে। বাঙালির শৈশবকালীন একরাশ মুগ্ধতা সঙ্গে নিয়ে বছরের শুরুতেই চলে যান নারায়ণ গঙ্গোপাধ্যায়। কিন্তু রয়ে গিয়েছে তাঁর সৃষ্ট কমিকস চরিত্ররা। বাঁটুল দি গ্রেট (Batul the great), হাঁদা ভোঁদা(Hada Voda), নন্টে ফন্টে(Nonte Fonte), বাহাদুর বেড়াল(Bahadur Beral) এসবই তাঁর ‘ছানাপোনা’। প্রথমবার বড়পর্দায় আসছে নন্টে ফন্টে। ছবিটি সিনেমা হলে মুক্তি পাবে ১৯শে মে ২০২৩
Dev-Byomkesh-Satyabati: দেব ব্যোমকেশ, সত্যবতী মৌনী না পূজা? অজিতই বা কে?
দুই দুস্টু ছেলের জ্বালায় অতিষ্ট হিরাগঞ্জ আর মতিগঞ্জের সকলে। অবশেষে দুইজনকে শায়েস্তা করতে ভর্তি করে দেওয়া হয় হাতি স্যারের হস্টেলে। একদিকে নন্টে-ফন্টে অন্যদিকে কেল্টু এই নিয়ে হস্টিল ধুন্ধুমার। নন্টে ফন্টের এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, অম্লান মজুমদার, শুভাশিস মুখোপাধ্যায় প্রমুখকে।