একের পর এক বাংলা ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে। এবার, আরও একবার, আরও এক ধারাবাহিক। নাম, এই পথ যদি না শেষ হয়। অথচ পথ তো শেষ হলোই।
কখনও নিম্নমুখী টিআরপি (Serial TRP), কখনও আবার গল্পের বড্ড ধীর গতি, নানা কারণে বেশকিছু ধারাবাহিক বন্ধের মুখে। এই পথ যদি না শেষ হয়-এর ক্ষেত্রেও সেরকমটাই হল।
Lionel Messi: মেসির গোল দেখে স্ত্রী-ছেলে উচ্ছ্বাস...সেই ভিডিও দেখেই কোটি টাকার হাসি মেসির
হইহই করে শুরু হয়েছিল জিবাংলার ধারাবাহিক মুহূর্তে সকলের মনে উর্মী ও সাত্যকির প্রেমকাহিনী খুব কম সময়েই জায়গা করে নিয়েছিল দর্শকের মনে। তবে সেই পথচলা এবার শেষের পথে। সোমবার অর্থাৎ ৫ ডিসেম্বরই ধারাবাহিকের শেষ শুটিং। সকাল থেকেই শুটিং সেটে ছিলএকরাশ মন খারাপ।
শেষ দিনের শুটিং-এ নস্টালজিক হয়ে পড়লেন অন্বেষা হাজরা (উর্মী) ও অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়রা (সাত্যকি)। সাত্যকির এটা প্রথম ধারাবাহিক। চলতে চলতে পথই যদি থমকে যায়, এটুকু তো হবেই।