কয়েক ঘন্টা আগেও প্রেমিকা তিথির কপালে চুম্বন একে দিয়েছিলেন দেবাযুধ। লিখেছিলেন, 'আমি তোমাকে ভালোবাসি। পৃথিবীর যেখানেই থাকি না কেন।' শনিবার তিথি বসু (Tithi Basu) অর্থাৎ টলিপাড়ার ছোট ঝিলিকের (Jhilik) জন্মদিন ছিল। জন্মদিনেও লম্বা একটি পোস্ট করেছিলেন দেবাযুধ (Debayudh)। কিন্তু কয়েক ঘণ্টা পরেই ছন্দপতন। জন্মদিনের পরের দিনই সম্পর্ক ভাঙল টলি পাড়ার ছোট ঝিলিকের।
রবিবার, ক্রিসমাসের বিকেলে প্রেমিক দেবাযুধ পালের সঙ্গে সম্পর্কে না থাকার কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিথি। লিখেছেন, 'ব্যক্তিগত কারণে আমি আর দেবাযুধ মিলে এই সম্পর্কটা আর এগিয়ে না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'
কিন্তু কয়েক ঘন্টা আগেও তো সব ঠিকঠাক ছিল। তাহলে আচমকাই হল টা কী ? এক সংবাদ মাধ্যমকে তিথি জানিয়েছেন, তাঁদের মধ্যে সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু পরিবার হস্তক্ষেপ করতে শুরু করেছে। সেই কারণেই খুব খারাপ জায়গায় এসে দাঁড়িয়েছে বিষয়টা। তাই আর ঠিক হওয়ার সম্ভব নয় এই সম্পর্ক।
আরও পড়ুন- লাল টুকটুকে বেনারসি, বৈদিক মতে বিয়ে সারলেন ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদা, পুরোহিত কে জানেন?
প্রায় সাড়ে চার বছর ধরে সম্পর্কে রয়েছেন তিথি আর দেবাযুধ। কলেজ থেকে তাঁদের প্রেম। একই কলেজে মনস্তস্ত্ব নিয়ে পড়াশোনা করেছেন তাঁরা। একে অপরের প্রতি ভালোবাসা যে কখনই লুকিয়ে রাখেননি তাঁরা সেটা তাঁদের সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায়। কিন্তু তিথির জন্মদিনের পর দিনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। যা মন ভেঙেছে টলিপাড়ার ছোট ঝিলিকের অনুরাগীদের।