সপ্তাহ শেষে টিআরপি তালিকায় চমক। সন্ধ্যেবেলা বাঙালির ড্রয়িংরুম মাতাতে এই সপ্তাহে 'অনুরাগের ছোঁয়া'র পাশাপাশি তালিকা শীর্ষে জায়গা করে নিয়েছে 'জগদ্ধাত্রী'। ৮ নম্বর নিয়ে যৌথভাবে বেঙ্গল টপার হয়েছে এই দুই বাংলা ধারাবাহিক। যদিও চলতি সপ্তাহের টিআরপি তালিকা দেখে বোঝাই যাচ্ছে সব ধারাবাহিকেরই নম্বর কমেছে । মনে করা হচ্ছে আইপিএল শুরুর কারণেই বাংলা ধারাবাহিকের নম্বরে ভাঁটা পড়েছে।
শুধু প্রথম স্থান নয়। এই সপ্তাহে দ্বিতীয় স্থানেও রয়েছে জোড়া নাম। ৭.২ নম্বর নিয়ে নিম ফুলের মধু এবং গৌরী এলো জি বাংলার দুই ধারাবাহিক রয়েছে দ্বিতীয় স্থানে।
গত কয়েক সপ্তাহের মতো এই সপ্তাহের তালিকায় তিন নম্বরে রয়েছে খেলনাবাড়ি। প্রাপ্ত নম্বর (৬.৭)। চতুর্থ স্থানে রয়েছে 'রাঙা বউ'। প্রাপ্ত নম্বর (৬.২)। পঞ্চম স্থানে রয়েছে পঞ্চমী। প্রাপ্ত নম্বর (৬.১)।
নম্বর কমলেও এক ঝটকায় দু-ধাপ উপরে উঠে এসেছে স্টার জলসার ধারাবাহিক মেয়েবেলা। ষষ্ঠ স্থানে থাকা এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৮। অন্যদিকে, ৫.৫ নম্বর পেয়ে সপ্তম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক গাঁটছড়া এবং বাংলা মিডিয়াম।
বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জনের মধ্যেও ভাল ফল করেছে মিঠাই। এক সময়ের বেঙ্গল টপার এই সপ্তাহে অষ্টম স্থানে রয়েছে। প্রাপ্ত নম্বর ৫.৩। নবম ও দশম স্থানে রয়েছে এক্কা দোক্কা এবং সোহাগ জল। তারা পেয়েছে ৫.২ এবং ৪.৯ নম্বর।