প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও জারি বাংলা টেলিভিশনের (Bengali Television) সাপলুডো খেলা। আগের সপ্তাহের মতোই এবারেও টিআরপি তে সবচেয়ে এগিয়ে স্টার জলসার ধারাবাহি ‘অনুরাগের ছোঁয়া’। প্রাপ্ত নম্বর- অনেকটা বেড়ে। দ্বিতীয় স্থানে 'জগদ্ধাত্রী', প্রাপ্ত নম্বর, ৮.৩। সকলকে চমকে দিয়ে তৃতীয় স্থানে 'নিম ফুলের মধু' প্রাপ্ত নম্বর ৭.৮, গত সপ্তাহে তৃতীয় স্থান 'খেলনা বাড়ি'র দখলে ছিল।
চতুর্থ স্থানে ‘গৌরী এলো’। স্থান গত সপ্তাহের মতোই, কিন্তু প্রাপ্ত নম্বর বেড়ে ৭.৭। অন্যদিকে খেলনা বাড়ি তৃতীয় স্থান থেকে নেমে গিয়েছে সোজা পাঁচ নম্বরে। তার প্রাপ্ত নম্বর ৭.৫।