প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও জারি বাংলা টেলিভিশনের (Bengali Television) সাপলুডো খেলা।
গত সপ্তাহেও টিআরপি তালিকায় একসঙ্গে টপার হয়েছিল জগদ্ধাত্রী আর অনুরাগের ছোঁয়া। এবার প্রথম স্থান ধরে রাখল অনুরাগের ছোঁয়া ৭.৫ নম্বর পেয়ে।পিছিয়ে গেল জগদ্ধাত্রী , প্রাপ্ত নম্বর ৭, তালিকায় জুটল দ্বিতীয় স্থান।
তিন নম্বরে জায়গা ধরে রাখল গৌরী এলো (৬.৮)। চতুর্থ স্থানে নিম ফুলের মধু (৬.৪)। রাঙা বউ (৬.১) পেল পঞ্চম স্থান।