প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও জারি বাংলা টেলিভিশনের (Bengali Television) সাপলুডো খেলা। আগের সপ্তাহের মতোই এবারেও টিআরপি তে সবচেয়ে এগিয়ে স্টার জলসার ধারাবাহি ‘ধুলোকণা’। প্রাপ্ত নম্বর ৮.৪। শীর্ষস্থান ধরে রাখলেও নম্বর কমেছে এই ধারাবাহিকেরও। সকলকে চমকে দিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ (৭.৭)। ‘লক্ষ্মী কাকিমা’র টিআরপি চড়চড়িয়ে বেড়েছে।
জি বাংলার ‘গৌরী এলো’ রয়েছে তিন নম্বরে।
চতুর্থস্থানে একসঙ্গে তিনটি সিরিয়াল- স্টার জলসার ‘গাঁটছড়া’ এবং ‘আলতা ফড়িং’ ও জি বাংলার ‘মিঠাই’ প্রাপ্ত নম্বর (৭.২)