ফের এসে গেল বৃহস্পতিবার! অর্থাৎ, বাংলা সিরিয়ালের রেজাল্টের দিন! গত সপ্তাহের মতই এই সপ্তাহতেও শীর্ষে রইল জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই'। টিআরপি তালিকায় ধারাবাহিকটি পেল ৮.৩ পয়েন্ট। গত সপ্তাহতেও একই নম্বর পেয়েছিল 'মিঠাই'।
অন্যদিকে গাঁটছড়ার জায়গায় এই সপ্তাহে এক লাফে উপর উঠে এসেছে জি-বাংলার আরও এক জনপ্রিয় ধারাবাহিক ‘গৌরী এল’। এই সপ্তাহে ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৯। এর পরের স্থানেই জায়গা করে নিয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘আলতা ফড়িং’। ওই ধারাবাহিকটি পেয়েছে ৭.৫ নম্বর। অন্যদিকে এই সপ্তাহে গত সপ্তাহের থেকে বেশ খানিকটা নম্বর কমেছে 'গাঁটছড়া'র। ওই ধারাবাহিক পেয়েছে ৭.৪। গত সপ্তাহে ধারাবাহিকটি পেয়েছিল ৮.১।
তারপরেই তালিকায় রয়েছে যথাক্রমে 'লক্ষ্মী কাকিমা', 'ধুলোকণা' ও 'উমা' ধারাবাহিকগুলি।