বোধনের আগেই বিদায়? তাই কখনও হয়? অবশ্য হচ্ছে তো। মহালয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক উমা (Uma)। তার বদলে আসছে নতুন ধারাবাহিক।
প্রথম দিকে টিআরপি-র নিরিখে ভালই ফল করেছিল উমা। প্রথম তিনেও জায়গা করে নিয়েছিল ওই ধারাবাহিকটি। জি-র দুঃসময়ে ‘মিঠাই’ ও ‘উমা’র ওপরেই ভরসা রেখেছিল জি-বাংলা। কিন্তু দেবীপক্ষের আগেই উমার বিসর্জন হচ্ছে।
উমার স্লট পাবে নতুন ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। তার প্রোমোও ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে। পছন্দও হয়েছে দর্শকের।
অন্যদিকে স্টার জলসাতেও শেষ হয়ে যাচ্ছে এক জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’।