বিয়ের পর এক সপ্তাহও কাটেনি৷ মধুচন্দ্রিমায় নিজেদেরই ফের 'বিয়ে' করলেন ছোট পর্দার তারকা দম্পতি উদয় প্রতাপ সিংহ এবং অনামিকা চক্রবর্তী।
মিঠাই সিরিয়াল শেষ হওয়ার পরেই উদয় যে বিয়ে করতে পারেন, তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে গত ২৮ জুন বিয়ে করেন উদয়, অনামিকা। বাড়ির লোকজন এবং অতিঘনিষ্ঠ বন্ধুদের সামনে সইসাবুদ করে হয় বিয়ে। তারপরই জনা কুড়ি বন্ধু নিয়ে পাহাড়ে চলে যান নবদম্পতি। সেখানেই আবার 'বিয়ে' করেন তাঁরা।
অনামিকার বরাবরই ইচ্ছে ছিল পাহাড়ে গিয়ে বিয়ে করার। সেই ইচ্ছাপূরণ হল দার্জিলিং থেকে ২৭ কিলোমিটার দূরে তাকদায়। অনামিকার পরনে ছিল সুতির শাড়ি, কপালে টিপ, চওড়া করে সিথিতে সিঁদুর, গলায় গাঁদার মালা। অন্য দিকে পাঞ্জাবি পরে ভীষণ স্মার্ট লাগছিল উদয়কে।