বাংলা বিনোদন জগতে শোকের ছায়া। চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee death)। একাধিক বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ ছিলেন অনন্যা।
শোনা গিয়েছে দু দিন ধরে জ্বরে ভুগছিলেন অভিনেত্রী। শুক্রবার সকালে মৃত্যু হয় তাঁর। মাত্র দু'মাস আগে প্রয়াত হয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়ের স্বামী।
প্রয়াত অভিনেত্রীর ছেলে দেবাঞ্জন চট্টোপাধ্যায়ও (Debanjan Chatterjee) টেলিভিশনের জনপ্রিয় মুখ। মায়ের সঙ্গে একাধিকবার স্ক্রিন শেয়ার করেছেন দেবাঞ্জন।
Singer KK: প্রথমবার মঞ্চে কেকে-কন্যা, শানের সঙ্গে লাইভ কনসার্ট মাতালেন তামারা
২০০৪ সালে অনিন্দিতা সর্বাধিকারি পরিচালিত ‘পরবর্তী সংবাদ দুপুর দুটোর সময়ে’ ছবিতে অভিনয় করেছিলেন অনন্যা চট্টোপাধ্যায়। ছবিটি সেরা টেলিফিল্মের পুরস্কারও পায় বেশ কয়েকটি জায়গা থেকে। এছাড়াও আরও বেশ কিছু ছবিতে তাঁকে দেখা গিয়েছে।