শুরু থেকেই বরাবর প্রথম পাঁচে টেলি সিরিয়াল (Bengali TV Serial) ‘আলতা ফড়িং’ (Alta Phoring)। এর আগেও রেটিং চার্টে কয়েক বার ‘সবার সেরা’ ছিল স্নেহাশিস চক্রবর্তীর এই ধারাবাহিক।
‘ইস্মার্ট জোড়ি’-তে ‘ফড়িং’-এর নাচ আর ধারাবাহিকে জিমন্যাস্টিক আর অভিনয়ের যুগলবন্দি আবার হারানো গৌরব ফিরিয়ে দিয়েছে স্নেহাশিস চক্রবর্তীর এই ধারাবাহিককে। তাই চলতি সপ্তাহে ‘মিঠাই’-এর সঙ্গে ‘ফড়িং’ আবার বাংলা সেরা। জনপ্রিয়তার মানদণ্ডে দুই ধারাবাহিকেরই প্রাপ্ত নম্বর ৭.৮।
চলতি সপ্তাহে দ্বিতীয় স্থান নিয়েও হাড্ডাহাড্ডি লড়াই চলেছে। ‘গাঁটছড়া’ আর ‘গৌরী এলো’ যৌথ ভাবে দ্বিতীয় স্থান দখলে রেখেছে। তাদের দুজনেরই ঝুলিতে ৭.৭। গৌরীর অলৌকিক ক্রিয়াকলাপ দেখে দর্শক মন্ত্রমুগ্ধ। একই ভাবে খড়ির কাছে ঋদ্ধিমান সিংহরায়ের আত্মসমর্পণ ধারাবাহিকে ঘটে চলা নানা অঘটনের মধ্যেও দর্শকদের আনন্দ দিয়েছে।
তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ‘ধুলোকণা’, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ও ‘মন ফাগুন’। লীনা গঙ্গোপাধ্যায়ের ‘ধুলোকণা’য় নতুন চমক লালন ও ফুলঝুরির বিয়ে। অঙ্কুরের সৌজন্যে সব বাধা পেরিয়ে পর্দায় চার হাত এক হলে ফের রেটিং চার্টে উপর উঠতে পারে এই ধারাবাহিক। এদিকে নতুন ভাড়াবাড়িতে এসে লক্ষ্মী কাকিমারও উৎসাহের অন্ত নেই। সংসারে শুধুই একটি প্রেসার কুকারের অভাব। ‘দিদি নম্বর ১’-এ গিয়ে সেই অভাব পূরণের চেষ্টায় রয়েছেন তিনি। বিয়ের মরসুম ‘মন ফাগুন’ ধারাবাহিকেও বহু বাধা বিপত্তি পেরিয়ে আবার এক হতে চলেছে ঋষিরাজ-পিহু। এবার কি তাদের মনে তাহলে সত্যিই ফাগুনের হাওয়া বইবে? আপাতত এই তিন চমকের দৌলতে তিনটি ধারাবাহিকের নম্বর যথাক্রমে ৭.৪, ৬.৭ এবং ৬.৬। এছাড়া, সদ্য রেটিং তালিকায় পা রেখেই ফের প্রথম দশের তালিকায় নাম লিখিয়ে ফেলেছে জি বাংলার গানের রিয়্যালিটি শো ‘সারেগামাপা’।