TOP 5 Bengali Webseries: নিউ নর্মালে বাঙালির কাছে বিনোদনের সংজ্ঞাটা বদলেছে রাতারাতি। সিনেমা থিয়েটার অতিমারীকালে দীর্ঘকাল বন্ধ থাকার ফলে বাঙালি দর্শক রাতারাতি মজেছে ওয়েবসিরিজে। বছরভর আমরা উপহার পেয়েছি একের পর এক জমাটি বাংলা ওয়েব সিরিজ। বছর ফুরনোর আগে একবার ফিরে দেখা যাক সেরা পাঁচ বাংলা ওয়েবসিরিজ।
খোলামকুচি (উড়িবাবা)
সৌরভ পালোধির প্রথম ওয়েব সিরিজ সাড়া ফেলেছে দর্শক মহলে। কৈশোর পেরিয়ে তারুণ্যে পৌঁছনোর সোনালি দিনগুলোর গল্প বলে 'খোলামকুচি'। দাগ কেটেছে ছবির গান।
ধরা ছোঁয়ার বাইরে থাকা কল্পকথা নয়, বরং খুব সত্যি একটা সময়ের কথা বলে উড়িবাবার এই সিরিজ। এতে প্রেমে পড়া আছে, সম্পর্কের ভাঙা গড়া আছে, মন খারাপ-মন ভাল দুই-ই আছে, আসলে যেমনটা হয় আর কী।
একেন বাবু/হইচই
বেশভুষা জটায়ুর মত। অথচ নেশা এবং পেশায় মিল রয়েছে ফেলুদার সঙ্গে। এ হেন একেন বাবু এখন বঙ্গ জীবনের অঙ্গ।হাবে ভাবে স্মার্ট নন একেন বাবু। স্বভাবে বড়ই বিনয়ী। অথচ মগজ চলে উশেইন বোল্টের গতিতে। বছর শেষে কলকাতাতেই একেন বাবু।
ফেলুদার গোয়েন্দাগিরি (হইচই)
বাঙালির গোয়েন্দাপ্রীতি বরাবরের। ফেলুদাপ্রীতি তো বটেই। ফেলুদা হিসেবে ছক্কা মেরেছেন টোটা, পরিচালনাতেও সৃজিত পাশ করেছেন একেবারে ডিস্টিংশন নিয়ে।
বিরহী/ উড়িবাবা
জাতীয় পুরষ্কারপ্রাপ্ত পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের প্রথম ওয়েবসিরিজ এসেছিল গত বছর। দ্বিতীয় সিরিজ এই শীতে। ছবিতে একেবারেই তারকা সমাগম না থাকাটাই চোখে পড়ার মতো। সম্পুর্ণ সিরিজ রিলিজ না করলেও আমাদের বিচারে বিরহী পার্ট ২-কে তালিকায় না রাখা সিরিজের প্রতি অবিচার করা।
কারাগার ১
বাংলাদেশের এই ওয়েব সিরি়জ়ের জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। রহস্য, থ্রিলার, ঐতিহাসিক গল্প, ড্রামা— সবই ছিল সিরিজে। সিরিজে চঞ্চল চৌধুরীর কোনও সংলাপ নেই, আছে শুধু চোখ দিয়ে অভিনয়। কারাগার-২ ও মুক্তি পেয়েছে বছর ঘোরার আগেই।