২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। দেশ জুড়ে সাজ সাজ রব, জোর প্রস্তুতি শুরু হয়েছে অযোধ্যাতেও। শুধু দেশই নয়, বিদেশেও রাম মন্দিরের উদ্বোধন ঘিরে চোখে পড়ার মতো উচ্ছাস দেখা গিয়েছে।
জার্মান গায়িকা ক্যাসান্দ্রা মে স্পিটম্যান অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে 'রাম আয়েঙ্গে তো অঙ্গনা সাজাউঙ্গি' গেয়েছেন, এই গান ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। তাঁর গানের প্রশংসা শোনা যায় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও।
Srijit Mukherjee: গভীরে যাও...সৃজিতের হাত ধরে পর্দায় ভিঞ্চিদার সিক্যুয়েল? জোর জল্পনা টলিউডের অন্দরে
অবাক হবেন জানলে যে, স্পিটম্যান দৃষ্টিহীন। এছাড়াও তিনি হিন্দি, মালয়ালম, তামিল, উর্দু, বাংলা, সংস্কৃত এবং কন্নড় প্রভৃতি ভাষাতেও গান গেয়েছেন।