সমস্ত প্রত্যাশার বাঁধ ভেঙে দিয়ে বক্স অফিসে অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়চ্ছে কার্তিক আরিয়ান (Kartik Aryan) ও কিয়ারা আদবানি (Kiara Advani) অভিনীত ছবি 'ভুলভুলাইয়া ২' (Bhool Bhulaiyaa 2)। যা ভাবা হয়েছিল, তার থেকেও বেশি সাফল্য পেয়েছে ছবিটি। মুক্তি পাওয়ার ষষ্ঠ দিনেও এই ছবি যেন একইরকম অপ্রতিরোধ্য। ষষ্ঠ দিনে ছবিটি ব্যবসা করেছে মোট ৮ কোটি ৬১ লক্ষ টাকার। জানিয়েছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh)। ৬ দিনে এই ছবির মোট ব্যবসা হয়েছে ৮৪ কোটি ৭৮ লক্ষ টাকা। বেশ দ্রুত গতিতে ১০০ কোটির ম্যাজিক ফিগার স্পর্শ করার দিকে এগোচ্ছে আনিস বাজমি পরিচালিত 'ভুলভুলাইয়া ২' (Bhool Bhulaiyaa 2)। এই উইকএন্ডেই ছবিটি সেই অঙ্ক স্পর্শ করে ফেলতে পারবে বলে আশা বিশেষজ্ঞদের।
আরও পড়ুন: পল্লবীর মৃত্যু রহস্যে নয়া চরিত্র স্টিভ ভাবাচ্ছে গোয়েন্দাদের
তরণ আদর্শ (Taran Adarsh) একটি টুইট (Tweet) করে জানান, ২০২২ সালে মুক্তি পাওয়া ছবিগুলির ব্যবসায়িক সাফল্যের নিরিখে প্রথম তিনে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে 'ভুলভুলাইয়া ২'। এই ছবির আগে রয়েছে কেবলমাত্র বিবেক অগ্নিহোত্রীর 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) এবং সঞ্জয় লীলা বনশালীর 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' (Gangubai Kathiwadi)।
আনিস বাজমি পরিচালিত 'ভুলভুলাইয়া ২'-তে কার্তিক আরিয়ান ও কিয়ারা আদবানি ছাড়াও অভিনয় করেছেন তাবু এবং রাজপালের যাদবের মতো অভিনেতারা। ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, মুরাদ খেতানি ও অঞ্জুম খেতানি পরিচালিত 'ভুলভুলাইয়া ২' বিশ্বজুড়ে মুক্তি পেয়েছিল গত ২০ মে।