একের পর এক সাস্পেন্সের মাঝে একটু হাসির ছবি। আসছে 'বিবাহ আভিযান ২'। ছবির প্রথম পার্ট বেশ সাড়া ফেলে দিয়েছিল, তাই সিকোয়েল নিয়েও বেশ প্রত্যাশা রয়েছে দর্শকদের।
তবে ছবির পরিচালকের ভূমিকায় প্রথমবার দেখা যাবে সিনেমাটোগ্রাফার সৌমিক হালদারকে। আর চরিত্ররা প্রত্যেকে একই থাকেছেন, অঙ্কুশ, অনির্বাণ, রুদ্রনীল, প্রিয়াঙ্কা, সোহিনী, নুসরত ফারিয়া।
Sunil Gavaskar-Babar Azam: জন্মদিনে বাবর আজমকে উপহার গাভাস্কারের, পাক অধিনায়ককে বিশ্বকাপের টিপসও
বিবাহিত জীবনের সব জাঁদরেল স্ত্রীয়েদের জ্বালায় তিন পুরুষের জীবন শেষ, এই-ই ছিল প্রথম পর্বের ইউএসপি, ছবির সিকোয়েলে নিশ্চয়ই থাকছে নতুন চমক।