তথাগতর দেবলীনার (Tathagata Mukherjee-Deblina Dutt) বিচ্ছেদের খবর যখন প্রকাশ্যে আসে, তখন বিচ্ছেদের কারণ হিসেবে উঠে এসেছিল বিবৃতি চট্টোপাধ্যায়ের (Bibriti Chatterjee) নাম। শোনা গিয়েছিল তথাগত দেবলীনার ছাদ আলাদা হওয়ার পর অভিনেতার সঙ্গে লিভ ইন করছেন বিবৃতি। এবার সেই অভিনেত্রীর মুখেই থুড়ি পোস্টেই দেবলীনার নাম।
তথাগত মুখোপাধ্যায়্যের ছবি ভটভটির (Vatvati) নায়িকা বিবৃতি। সেই ছবিতে অভিনয় করেছিলেন তথাগতর প্রাক্তন স্ত্রী দেবলীনাও। শুধু অভিনয় নয়, সব কলাকুশলীদের লুক কেমন হবে, সে ব্যাপারে শেষ কথা বলতেন দেবলীনাই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিবৃতি জানিয়েছেন, কী ভাবে শাড়ি পরতে হবে, কোথায় পিন করতে হবে। মেকআপের সময় ভুরু কতোটা তুলতে হবে, লিপস্টিক কীভাবে করতে হবে, সব খুটিনাটি খুব অল্প সময়ের মধ্যে দেবলীনাই তাঁকে শিখিয়েছিলেন। প্রকাশ্যে কৃতজ্ঞতা স্বীকার করেছেন বিবৃতি।
মা ছাড়া চুর্ণীর একটা বছর, শাশুড়ির মৃত্যুদিনে কালোজিরে বেগুন দিয়ে ইলিশ রান্না হল কৌশিকের বাড়িতে
এখানেই শেষ নয়। পোস্টে পুনশ্চ দিয়ে বিবৃতি উল্লেখ করেছেন, শুধু মেকআপ নয়, জীবনের সব ক্ষেত্রেও এই মানুষটার প্রতিই অভিনেত্রীর ভরসা সবচেয়ে বেশি। এখন 'জীবনের সব ক্ষেত্র' বলতে ঠিক কী বোঝালেন বিবৃতি, সেই নিয়ে জল্পনা বাড়ছে টলিপাড়ায়।