কেরিয়ার, অভিনয় ক্ষমতা নিয়ে তিনি যত না আলোচনায়, তারচেয়ে অনেক বেশি তাঁর প্রেমজীবন নিয়ে, পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের (Tathagata Mukherjee) সঙ্গে সম্পর্ক নিয়ে। নাম বিবৃতি, কিন্তু নিজে চট করে কোনও বিবৃতি দেন না। কিন্তু এবার দিলেন। অভিনেত্রী (Bibriti Chatterjee) জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথা এতদিন হয়েছে, তিনি হতে দিয়েছেন বলে, আর না, এবার তাঁর কাজ কথা বলুক।
সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া একতি সাক্ষাৎকারে বিবৃতি জানিয়েছেন, তাঁর এবং পরিচালক তথাগতর সম্পর্ক লোকের মনগড়া। তিনি এতদিন জল্পনা, আলোচনা বাড়তে দিয়েছেন, এসব গায়ে মাখেননি বলে। তবে অভিনেত্রীর মত, তারকাদের ব্যক্তিজীবন নিয়ে আলোচনার চেয়ে দেশের অর্থনীতি নিয়ে আলোচনার বেশি প্রয়োজন এই দেশে।
Health risk of refined sugar: তিন সপ্তাহ চিনি ছাড়া... কী বদল এল মাসাবার জীবনে?
তথাগতর সঙ্গে প্রেম নেই, কিন্তু প্রেম কি একেবারেই নেই, প্রশ্ন করা হলে বিবৃতি মুচকি হেসে বলেছেন, ক্রাশ আছে তো, আবীর চট্টোপাধ্যায়।