পাহাড়ে ঘুরতে যাওয়ার ছবি দুজনেই দেদার শেয়ার করছেন নিজেদের সোশ্যাল মিডিয়ায়। পাহাড়ি নিস্বর্গে তথাগত-বিবৃতিকে একসঙ্গে দেখে গাঢ় হয়েছিল দুজনের সম্পর্কের জল্পনা। কিন্তু না, ঘুরতে যাননি তথাগত-বিবৃতি, গেছিলেন ছবির শুটিং-এ। তথাগত মুখোপাধ্যায়ের পরিচালনায় আবারও কেন্দ্রীয় চরিত্রে বিবৃতি। ছবির নাম গাকি। প্রকাশ্যে এল ছবির পোস্টার।
সম্প্রতি, একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তথাগত জানিয়েছেন, দেবলীনার সঙ্গে প্রেম নেই, দাম্পত্যও নেই, কিন্তু বন্ধু তথাগত দেবলীনার পাশেই আছেন। অন্যদিকে পরিচালক বললেন, বিবৃতির সঙ্গেও প্রেম নেই তাঁর। এর আগে তথাগত পরিচালিত ভটভটি ছবিতে অভিনয় করেছেন দেবলীনা-বিবৃতি দুজনেই।
টলিউডে কান পাতলে শোনা যায়, লিভ ইন সম্পর্কে ছিলেন দুজন। কিন্তু তথাগত জানিয়েছেন, কাজের দরকারেই একসঙ্গে পাহাড়ে গিয়েছিলেন তিনি এবং বিবৃতি, প্রেমের সম্পর্কে নেই তাঁরা। অন্যদিকে দেবলীনা নতুন করে বৈবাহিক জীবন শুরু করলে তিনি খুশিই হবেন, জানিয়েছেন পরিচালক।