মডেলিং ছিল পেশা, সঙ্গে নেশা ছবি আঁকা। অনুভব বেরা নামে যে যুবকের সঙ্গে বিদিশা দে মজুমদারের (Bidisha Dey Majumder) প্রেম ছিল বলে শোনা যাচ্ছে, তাঁকে নিজে হাতে একটি পোট্রেট এঁকে উপহার দিয়েছিলেন বিদিশা, দাবি বিদিশার বান্ধবী দিয়ার। অনুভবের দাবি, তিনি সেই ছবি কখনও নেননি। বিদিশার সঙ্গে যে তাঁর বন্ধুত্বের বেশি কিছু ছিল না বলেই জানিয়েছেন অনুভব।
সাদা-কালোয় আঁকা অনুভবের (Anubhab Bera) একটি পেন্সিল স্কেচ কালো ফ্রেমে বাঁধিয়েছিলেন বিদিশা। সাড়ে চার হাজার টাকা দিয়ে একটি স্মার্ট ওয়াচও কিনেছিলেন অনুভবের জন্য।
'বাঁচতে পারব না অনুভবকে ছাড়া', বিদিশা মৃত্যুতে নাম জড়াল মেদিনীপুরের ব্যবসায়ীর
একটি সংবাদমাধ্যমকে অনুভব জানান, ছবিটি তিনি নিতে চাননি। বিদিশাকে তিনি জানিয়ে দিয়েছিলেন, তাঁর কাছ থেকে কোনও উপহার নিতে চান না তিনি।
অনুভবের আরো জানিয়েছেন, ফেব্রুয়ারিতে আলাপ হয়ার সময় তাঁর মনে হয়েছিল বিদিশা ডিপ্রেশনে ভুগছেন।
মৃত্যুর দু'দিন আগে তাঁর বন্ধুর সঙ্গে বিদিশার একটি চ্যাট (Whatsapp chat) প্রকাশ্যে এসেছে সম্প্রতি। নাম জড়াল পশ্চিম মেদিনীপুরের তাঁতিগেড়িয়া অঞ্চলের অনুভব বেরার। ফেসবুকের মাধ্যমেই বিদিশার (Bidisha Dey Majumder) সঙ্গে পরিচয় হয় অনুভবের। এই যুবককেই বিদিশার মৃত্যুর জন্য দায়ী করছেন তাঁর বান্ধবীরা। যদিও, তাঁর বিরুদ্ধে তোলা সব অভিযোগ অস্বীকার করেছেন অনুভব (Anubhab Bera)। বুধবার মৃত্যু হয়েছে বিদিশার। তার আগে পর্যন্ত বিদিশার (Bidisha Dey Majumder death) সঙ্গে কথা হয় তাঁর বান্ধবী দিয়া দাসের। হয় হোয়াটসঅ্যাপ চ্যাটও। সেই চ্যাট প্রকাশ্যে এনেছেন দিয়া। বিদিশা এবং দিয়ার চ্যাটে বার বার উঠে এসেছে অনুভবের প্রসঙ্গ।