ব্লগিংয়ে ১১ বছর পূর্ণ করলেন অমিতাভ বচ্চন। সেই উপলক্ষে রবিবার রাতে ইন্সটাগ্রামে নিজের জীবনের একটি মর্মস্পর্শী ঘটনা শেয়ার করেছেন বিগ বি। অমিতাভ লিখেছেন, বৃষ্টি ভেজা মুম্বাইয়ের রাস্তায় তিনি যানজটে আটকে ছিলেন। এই সনয় হাতভর্তি ফুল নিয়ে তাৃর গাড়ির পাশে এসে দাঁড়ায় একটি মেয়ে। ছোট্ট মেয়েটির তুলনায় গাড়ির জানলা ছিল উঁচু্ সে হাত পাচ্ছিল না। দৃষ্টি আকর্ষণের জন্য হাত উঁচু করে তুলে ধরেছিল ফুলগুলি।
অমিতাভ লিখেছেন, তাঁর মনে হয়েছিল মেয়েটি হয়তো নিরন্ন। জানলার কাচ নামিয়ে তার সঙ্গে কথা বলেন তিনি৷ মেয়েটি ৫০০ টাকা চায়। কিন্তু অমিতাভ তাকে ৪-৫ হাজার টাকা দেন। বিগ বি লিখেছেন, টাকা পেয়ে মেয়েটির মুখের অভিব্যক্তি কেমন হয়েছিল, তা বলতে চোখে জল আসছে তাঁর।
প্রতি রবিবারই ভক্তদের দেখা দিতে 'জলসা'র বারান্দায় আসেন বলিউডের শাহেনশা। এই রবিবার তাঁর হুডিতে লেখা ছিল- 'প্রজেক্ট কে'। তাঁর আগামী ছবির নাম। যে সিনেমায় প্রভাস, দীপিকা পাড়ুকোন, কমল হাসানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন বিগ বি।