গলায় সুর থাক, বা না থাক, শেষ কয়েক মাসে 'ইনি বিনি টাপা টিনি' গুনগুন করেননি, এমন মানুষ বাংলায় পাওয়া দুষ্কর। খুব অল্প সময়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে 'বেলাশুরু' ছবির গানটি, তা বলে বচ্চন পরিবারের মুখে এই গান! হ্যা, সত্যি। 'টাপা টিনি' গানেই দুর্গাপুজোর রিল বানালেন বিগ বির নাতনি নভ্যা নাভেলি।
Mahsa Amini: মাহসার মৃত্যুর প্রতিবাদ, অ্যান্টি-হিজাব বিক্ষোভের সমর্থনে পোস্ট প্রিয়াঙ্কা চোপড়ার
দুর্গাপুজোয় চুটিয়ে মজা করেছেন নভ্যা। ঢাক বাজিয়েছেন, নিজে স্ন্যাক্স কাউন্টারে বসে খাবার বিক্রি করেছেন, নেচেছেন, কিচ্ছু বাকি রাখেননি। আর সেই সব মুহূর্ত রিলবন্দি করে ব্যাকগ্রাউন্ডে রেখেছেন টাপা টিনি গানটাই।
বচ্চন পরিবারের সকলেই তাতে দেদার কমেন্টও করছেন। মা শ্বেতা নন্দা তো বলেই বসেছেন, লুপে এই গান শুনছেন তিনিও।