৪ বছর পর পর্দায় ফিরেও শাহরুখ খান (Shah Rukh Khan) বুঝিয়ে দিয়েছেন বলিউডের 'কিং' তিনি ছাড়া আর কেউ নন। দক্ষিণী ছবির ত্রাসে ধুঁকতে থাকা বলিউডকে অক্সিজেন জুগিয়েছিল 'পাঠান' (Pathaan)। অপ্রতিরোধ্যভাবে বক্সঅফিস কাঁপানোর পর 'পাঠান' ওটিটি-তেও চূড়ান্ত সফল। সেই শুরু, তারপর থেকে আবার কিং স্বমহিমায়। পর্দায় শাহরুখ ফিরছেন কবে? এই কৌতূহল ভক্তদের চিরকালীন।
এবার পাঠান-২ নিয়ে বড় আপডেট দিলেন আব্বাস টায়ারওয়ালা। YRF পরিচালিত স্পাই ইউনিভার্সের প্রথম ছবির কাহিনি লিখেছিলেন আব্বাস। তিনিই জানিয়েছেন, ইতিমধ্যেই পাঠানের সিক্যুয়েলের কাহিনি এবং সংলাপ লেখার কাজ শুরু করে দিয়েছেন তিনি। তবে এবার যে ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ থাকছেন না তা বেশ স্পষ্ট। অন্যদিকে শাহরুখের ‘কিং’ ছবির সংলাপও তিনিই লিখছেন।
২০২৩ সালটা শাহরুখ খানের জন্য ছিল ব্লকবাস্টার । পাঠান, জওয়ান এবং ডানকি । তিনটি ছবিই সুপারহিট হয় কিং খানের । ২০২৪-এ শাহরুখের কোনও ছবি মুক্তির ঘোষণা হয়নি । জানা গিয়েছে, সুজয় ঘোষের আগামী ছবি দ্য কিং-এ দেখা যাবে কিং খানকে । এই ছবিতে রয়েছেন সুহানা খান ও অভিষেক বচ্চনও । কবে মুক্তি পাবে সিনেমা, তা জানা যায়নি । আব্বাসের মন্তব্যের পর পাঠান ২-এর জন্য দিন গুনতে শুরু করে দিয়েছেন কিং অনুরাগীরা।