আন্তর্জাতিক নারী দিবসে বাংলা পাচ্ছে দুই মনে রাখার মতো নারী চরিত্রকে, মঞ্চে এবং পর্দায়। হইচইতে আসছে বহু আলোচিত 'ইন্দুবালা ভাতের হোটেল', আবার একই দিনে প্রথমবার মঞ্চস্থ হবে 'বিনোদিনী অপেরা'।
মঞ্চের নটী বিনোদিনী-তে, নাম ভূমিকায় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। নারী দিবসে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে সন্ধে সাড়ে ৬ টায় 'বিনোদিনী অপেরা' মঞ্চস্থ হবে প্রথমবার। জোর কদমে চলছে নাটকের মহড়া।
অন্যদিকে একই দিনে হইচইতে আসছে 'ইন্দুবালা ভাতের হোটেল'। ইন্দুবালার চরিত্রে শুভশ্রীর প্রস্থেটিক মেকআপ নজর কেড়েছিল আগেই, ট্রেলারে মুগ্ধ করেছে তাঁর সংলাপ, অভিনয়। সিরিজটির জন্য অপেক্ষায় দিন গুনছেন বাংলার দর্শক।
সুদীপ্তা, না শুভশ্রী, এই নারী দিবসে কে হয়ে উঠবেন বাঙালির আইকন, সেটাই দেখার।