বলিউডের হবু মায়েদের প্রেগন্যান্সি ফ্যাশন দেখে চোখ সরাতে পারবেন না আপনি। মা হতে চলেছেন দুই বঙ্গ তনয়া বিপাশা বসু এবং দেবিনা বন্দোপাধ্যায়। মাতৃত্বকালীন ফটোশুটের চল রয়েছে বলিউডে। অনুষ্কা শর্মা, করিনা কাপুরের পর এবার প্রেগন্যান্সি ফটোশুটে তাক লাগালেন বঙ্গ তনয়া বিপাশা বসু এবং দেবিনা বন্দোপাধ্যায়।
ম্যাটারনিটি ফটোশুটেও সাহসী বিপাশা বসু। শরীরের উপরের অংশে নাম মাত্র সোনালি কাপড়, নিম্নাঙ্গ সম্পূর্ণ উন্মুক্ত। পোশাকের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বেবিবাম্প। কানে ঝুলিয়েছেন মানানসই হুপ রিং। চোখে মুখে তাঁর মাতৃত্বকালীন আভা। সম্রাজ্ঞীর মতো বসে পোজ দিয়েছেন অভিনেত্রী, সঙ্গে লিখেছেন, 'নিজেকে সবসময় ভালোবাসো। যে শরীরে বেঁচে আছ, তাকে ভালোবাসো।' বিপসের এই পোস্টে বয়ে গিয়েছে কমেন্টের বন্যা।
অন্যদিকে দ্বিতীয়বার গর্ভাবস্থা উপভোগ করছেন অভিনেত্রী দেবিনা বন্দোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে তিনি শেয়ার করছেন নানা অবস্থার ছবি ভিডিও। এবার মেটারনিটি ফটোশ্যুটের 'Behind the Scene' ভাগ করে নিলেন দেবিনা। স্ফীত উন্মুক্ত বেবিবাম্প, কালো অফ সোল্ডার ব্রালেট আর হিল জুতোয় সাহসী ভঙ্গিতেই ক্যামেরায় ধরা দিলেন এই বঙ্গতনয়া।