মা হচ্ছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu)। এই নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কয়েক মাস ধরেই। এবার আনুষ্ঠানিক ভাবে খুশির খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন বিপাশা এবং করণ সিং গ্রোভার (Karan Singh Grover)।
বিপাশার অফিসিয়াল ম্যাটার্নিটি ফটোশুটের ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন হবু বাবা-মা দুজনেই।
২০১৫ সালে ভূষণ প্যাটেলের ছবি 'এলোন'-একসঙ্গে অভিনয় করেন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। সেখান থেকেই বন্ধুত্ব, পরে প্রেম। ২০১৬ সালে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। বিয়ের ৬ বছর পর মা হতে চলার সুখবর শোনালেন বিপাশা। এবছর ষষ্ঠ বিবাহবার্ষিকীতে স্বামী করণের উদ্দেশ্যে বিপাশা লিখেছিলেন, 'আমার চোখে মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য তোমায় ধন্যবাদ। যেদিন প্রথম তোমার সঙ্গে দেখা হয়েছিল, তারপর থেকে আজ পর্যন্ত কোটি কোটিবার উজ্জ্বল হয়ে উঠেছি।'