হাসপাতাল থেকে ছুটি পেলেন নতুন মা বিপাশা এবং তাঁর একরত্তি। শনিবার মা হয়েছেন বিপাশা। এরপর রুটিন চেক আপের কারণে কয়েকদিন হাসপাতালেই ছিলেন বিপাশা। মঙ্গলবার দুপুরে স্ত্রী এবং মেয়েকে নিয়ে মুম্বয়ের বাড়িতে ফিরলেন করণ। বাড়ির নীচে দাঁড়িয়ে পাপারাৎজ্জির উদ্দেশ্যে পোজও দেন এই তারকা দম্পতি।
বিপাশার কোলে ছিল গোলাপি তোয়ালেতে জড়ানো একরত্তি মেয়ে। তাঁর পরনে কালো-সাদা পোশাক, চোখে রোদ চশমা, মুখে মাস্ক। অন্যদিকে করণের পরনে কালো টি-শার্ট, কালো শর্টস এবং সাদা স্নিকার্স। একরত্তিকে নিয়ে বাড়িতে ফেরার এই ভিডিয়ো নিজেই টুইট করেন অভিনেতা। লেখেন, 'আপনি ওর মুখের হাসি একেবারেই মিস করতে পারবেন না। এটাকেই সুখ বলে।'
শনিবার সকালেই মা হওয়ার সুখবর দিয়েছেন বঙ্গ তনয়া বিপাশা বসু। অভিনেত্রী জন্ম দিয়েছেন ফুটফুটে কন্যা সন্তানের। জন্মের কয়েকঘন্টা পরেই ইনস্টাগ্রামে সদ্যোজাতের পায়ের ছবি পোস্ট করেন বিপাশা। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে সদ্যোজাতের জন্ম তারিখ লিখেছেন: ১২.১১.২০২২ এবং এই পোস্টেই মেয়ের নাম প্রকাশ করে লেখেন: দেবী বসু সিং গ্রোভার। যে পোস্টে শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে গিয়েছে।